ওরে আমার কাঁচা,
   ওরে আমার বোকা,
লোকে মন্দ যতই বলুক
        তুই যে আমার খোকা।
আমি বলি ডান পথে চল
      তুই চলিশ বায়ে,
খারাপ ছেলের সঙ্গ নিয়ে
     ঘুরিস পাড়াগাঁয়ে।
কত কি যে বুঝাই ওরে
   বুঝ পরে না মনে,
কুসঙ্গের সঙ্গ ছাড়তে
    বুঝায় সর্বজনে।
কুপথ ছেড়ে সুপথে চল
   ওরে আমার বাছা,
কুসঙ্গে বিপদ আসে
   কথা নয় তা মিছা।
তোর কষ্টে আমার কষ্ট
বোঝাই কেমন করে,
ছেলের বাবা হবি যখন
বুঝবি হাড়ে হাড়ে।