লোম হর্ষক কাহিনী
     এপ্রিল ফুলের কথা,
সব কথা লিখা আছে
    ইতিহাসের পাতায়।
স্পেনে বসতি ছিল
     অনেক মুসলমান,
  বশ্যতা স্বীকার করতো না
ইসাবেলাকে করতো অসম্মান।
তাইতো প্রণয় সূত্রে আবদ্ধ হলো
   ইসাবেলা আর ফাউনাড।
স্পেনের সাত লাখ মুসলমান
        করিতে উৎখাত।
বাজিলো দামামা দাগিলো কামান
হেরে গেল স্পেনের মুসলমান,
     গ্রানাডায় আশ্রয় নিল
বাঁচাতে ওদের প্রাণ।
ফার্ডিনেণ্ড বাহিনীর চালাকি মনে
       প্রচার করিল ফরমান,
নিরস্ত্র হয়ে যদি ঢুকো মসজিদ ঘরে
       পাইতে পারো ত্রাণ।
ফরমান শুনি সকল মুসলমান
       মসজিদে ঢুকে ছিল,
   বাঁচাতে তাদের প্রাণ।
রুদ্ধ করে মসজিদের দ্বার
সকল মুসলমান পুড়িয়ে মারে,
       খ্রিস্টান দুরাচার।
এক হাজার,চার,শত বিরানব্বই
        পহেলা এপ্রিল,
   বোকা সাজিলো মুসলমান,
চালাক সাজিলো ফাউনেণ্ড বাহিনী
         আর খ্রিস্টান।