অহো রাত ঝড় ঝড়
    ঝরিলো বাদল,
মাঠ-ঘাট থৈথৈ
নদী ভরা জল।


খরস্রোতা স্রোতস্বিনী
     ভাঙ্গে নিজ তীর,
ভাঙ্গে কত ঘরবাড়ি
     ভাঙ্গে পাখির নীড়।


বাবার সেই পুরানো ভিটেয়
       মায়ের ভাইয়ের গোর,
মনে হতো মা জননী
কাছেই আছে যায়নি বহুদূর।


ঘুমের ঘোরে শুনতে পেতাম
      মা বলছে মরে,
ভয় করিসনে মরে যাইনি
    আছি পাশের গোরে।


মায়ের কবর নদীর গর্ভে
      হলেম বাস্তোহারা,
ভিক্ষের ঝুলি কাঁধে এখন
    হয়েছি সর্বহারা।