কুয়াশার চাদরে ঢাকা
      সবুজের ছবি,
ভেদ করে কুয়াশা
            উঁকি দিল রবি।
শিশির ভেজা মেঠো পথে
    চলছে গাঁয়ের মেয়ে,
রুপার নুপুর ঝুমুর ঝুমুর
     তাহার রাঙা পায়ে।
কাজল কালো আঁখি দুটি
    মিষ্টি মিষ্টি চাওয়া,
দাঁতে,দাঁতে,দাঁত লেগেছে
হিমেল হাওয়ার ধাওয়ায়।
  উত্তুরে বায় উড়ছে তার
       লম্বা এলো কেশ,
   শীতে কাবু গাঁয়ের বধু
তবুও দেখতে বেশ।
খর কুটোয় আগুন জ্বেলে
     গরিব শিশুর দলে,
মেরা পিঠা পুরছে তারা
    খাচ্ছে সবাই মিলে।
খেজুরের রস,ভাঁপার লোভে
       রাতে হয়নি ঘুম,
শীত সকালে দোকানি দের
     লাগলো বেচার ধুম।