অনেক বাচাল ঘুরেফিরে
    মাটি ছোঁয়না পায়ে,
নিজেকে সে ধন্য ভাবে
     পরনিন্দা গেয়ে।
তার ভেতরে অনেক দোষ
     দু চোখে তার ঠুলি,
তাকে দেখে সর্ব জনে
     করে বলা বলি।
এতেই তুষ্ট নয় তো সে
    হৃদয় ভরা কূটনীতি,
পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে
     শুধুই করে দুর্নীতি।
সেতো বড়ই চুগলখোর
ঝগড়া বিবাদ সৃষ্টি করে
      থাকে অগোচর।
বিশ্বাসী হয়ে লোকের কাছে
      কসম কথায় কথায়,
প্রশ্রয় পেলে এমন লোকে
   কাঁঠাল ভাঙ্গে মাথায়।