শিরোনাম
মধুর হাসি হাসিয়া যুবক
       নোয়াইলো শির,
  আমিই হাতেম কহিল যুবক
           হে মহাবীর।
রজনী তমোময় কেহই জানিবে না
      ধুলায় লুটাও শির।
পুরবাসী জাগরিত হইবে যখন
আকাঙ্ক্ষা তোমার পূর্ণ হবে না
      পণ্ড হবে শ্রম।
   ওহে বীর কাটো শির
         সময় বয়ে যায়,
  এমন সুযোগ পাবে না আর
     হারাও কেনো হেলায়।
অবনত শির দানবীর হাতেম তাইর
      মহত্বের শক্তির কাছে
  হনন কারীর পাষাণ হৃদয়
        ভেঙে চৌচির।
তূণীর আর তরবারি
     নিক্ষেপ করে হননকারী,
ধুলায় পড়িয়া কাঁদিল
     হাতেম তাইর পায়ে ধরি।
কৃতার্থ দাসের মত
     বুকে হাত বেঁধে
গদ্ গদ্ ভাবে কহিতে
     লাগিল কেঁদে।
ও চারু অঙ্গে ফুল ছোঁড়েও যদি
      কেহ মারে ক্রোধে,
সেতো পুরুষ নহে
      নারীই জানিবে সবে।
দখিনা মলয় বয়ে যাক
     তোমার সুনাম গেয়ে,
ইয়েমেন প্রদেশ ধন্য আজ
   তোমার পরশ পেয়ে।