শিরোনাম
         মহত্বের পরিচয়
  ঘোষণা শুনে ঘাতক হল অস্থির
নাঙ্গা তলোয়ার হাতে চলে সেই বীর,
হাতেম খুঁজিতে ত্যাগ করে নীড়।
    দুর্গম পথে দেখতে পেল সে
প্রভা মণ্ডল বদন, মলিন বেসে,
সুদর্শন যুবক কি জানি ভাবছে বসে।
  পথিক দেখে যুবক, কহে নম্র স্বরে
পথশ্রমে ক্লান্ত তুমি, চলো মোর ঘরে,
সেবার সুযোগ দিয়ে ধন্য করো মোরে।
   পথিকের হাত ধরি, পদচুম্বন করি,
      নিয়ে গেল সে আপনার বাড়ি।
তুষ্ট করিতে সে অতিথির চরণ দিল ধূয়ে
ভালো খানা দিল খাবার খেলো তুষ্ট হয়ে,
ললাটে চিন্তা রেখা ভাবছে শুয়ে শুয়ে।
     হাত পাখা দিয়ে অতিথির গায়,
বাতাস করে যুবক বসে নিরালায়।
অমিয় মধুর ব্যবহারে গলিলো হন্তার প্রাণ,
    হন্তা জানতে চাইল যুবকের কাছে
               হাতেম সন্ধান।
     যুবক কহিল সত্যি করে বল
কেন তুমি করিতেছ হাতেম সন্ধান,
              এখানেই থাকে সে এটাই বাসস্থান।
    হন্তা কহিল বড়ই আক্রোশ হাতেম ওপর,
হাতেমের ছিন্ন শির নিতে তাই তো পাঠালেন অধিশ্বর।


প্রথম পর্ব শেষ