চরহাসাইদা গ্রামটি আমার
    দেখতে খুবই ভালো,
আমার গ্রামের সবুজ ছবি
    করছে জলো মল।
নয়টা বাজলে সকল শিশু
  পাঠশালায় যায় চলে,
বিকেলবেলা মাঠে আসে
   বৌছি খেলার ছলে।
আমার গ্রামে বয়ে গেছে
    ব্রহ্মপুত্র পুত্র নদী,
নদীর ঘাটে স্নান করে
     সব কৃষকের বউ ঝি,
মাঠে মাঠে ধান ক্ষেত
   খেতে পাকা ধান,
কৃষাণী তাই মনের সুখে
   নবান্নের গায় গান।
রাখাল ছেলের ক্লান্ত বাঁশি
     সন্ধ্যাকালে থামে,
তাইতো গরু হাম্বা ডেকে
   ছোটে বাড়ির পানে।
শহরবাসী কবি বন্ধু
     দাওয়াত খাওয়ার ছলে,
দেখে যেও গ্রামটি আমার
     সকল কবি মিলে।