অবাস্তব নয় বাস্তব ঘটনা
   ইতিহাসের কথা,
মুর্শিদাবাদের করুন ইতিহাস
     শুনলে ঘুরে মাথা।


পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলো
       আজিমুন্নেসার,
অভ্যাসে পরিণত হল
  মানুষের কলজে খাওয়ার।


মদের নেশার  মতো নেশা
     হয়েছিলো তার,
প্রতিনিয়ত মানব কলিজা
     খাইতো দুরাচার।


টাকার লোভে দুদর্ষ সৈনিক
    শিশু করতো চুরি,
সেই শিশুর কলিজা আজিমুন
খাইতো উদর ভরি।


আতঙ্কিত দেশের মানুষ
ডাকছে কেহ খোদারে,
বলছে কেহ রাম।


অনেক শিশুর বাবা-মায়ের
   ঘুম হইছিলো হারাম।


গোপন কথা থাকে না চাপা
    সবার মুখেই রব,
আজিমুন্নেসার কুকীর্তি
   প্রকাশ হলো সব।


বিচারক স্বামী সুজাউদ্দৌলা
     আদেশ করলো জারি,
জীবন্ত সমাধি হবেই হবে
   এই দুধর্ষ নারীর।


আদেশ তার কার্যকরী
   হলো সময় মতো,
মুর্শিদাবাদের লালবাগে
    দর্শক শত শত।