কিইবা হবে রাজ ভূষণ আর
       অট্টালিকা ঘর,
সবার চাইতে আপন প্রিয়া
       সেও তো হবে পর।
মরন কথা স্মরণ হলে
            চোখে আসে জল,
পাক ধরেছে কালো চুলে
      ক্ষীণ শক্তি বল।
আজকে আমি মফিজুল মাস্টার
        দম ফুরালে লাশ,
লাশের উপর গোরের আজাব
        চলবে মাসের মাস।
দূরারণ্যে নির্মাণ হবে
          সাড়ে তিন হাত ঘর,
সেই ঘরে বসত করবে
    সবাই তখন পর।
ময়ূর সিংহাসন ছিল যাহার,
        সভায় বসার স্থান
অজস্র ছিল যার
           সম্পন্ন সম্মান।
ঘোটক শালায় শত ঘোটক
        হাতি শালায় হাতি,
সকলই বিলোপ হবে
    বেঁচে রবে স্মৃতি।
সাদা বসন পরিবে একদিন
        এমন সুন্দর অঙ্গে,
পচিবে গলিবে দেহ
       মিশিবে মাটির সঙ্গে।