ভোরের আযান পৌঁছলো যখন
      সবার ঘরে ঘরে,
মুসল্লিগণ নামাজ পড়তে        
    চলছে মসজিদ ঘরে,    
বৃদ্ধ দাদু শীতে কাবু
      তবুও শয্যা ছেড়ে,
নামাজ পড়তে চলছে দাদু
     লাঠিতে ভর করে।
কুয়াশার ধূম্রজালে
    আকাশ গেছে ছেয়ে,
টাপুর টুপুর শিশির ঝরে
       দূর্বা দিচ্ছে ধুয়ে।
কুলবধু শয্যা ছেড়ে
    ঝাড়ু হাতে নিয়ে,
দিচ্ছে ঝাড়ু কাঁপছে শীতে
    শিশির পড়ছে গায়ে।
পাড়ার যত গরীব শিশু
    খড়ে আগুন জ্বেলে,  
শীত নিবারণ করছে তারা
     সকল শিশু মিলে।
গাছিরা বাঁকে করে
    খেজুরের রস নিয়ে,
পাড়ায় পাড়ায় বিকায় রস
     শিশির ভেজা পায়ে।            
ধোঁয়া ওঠা ভাঁপা পিঠা
    শীত সকালে খেতে,
লাইন ধরেছে সকল শিশু
    দোকানিটার পিছে।
কৃষক ভাই বলদ হেঁকে  
    মাঠের দিকে ছুটে,
পূব আকাশে রবি দেখে
কুয়াশা গেছে কেটে।