সুখের বুকে কুড়ুল মেরে
    দুঃখ বাঁধলো বাসা ,
মনের দুঃখে নয়ন ঝরে
    তবুও আছি খাসা।
শত দুঃখের মাঝেও আমি
     তব স্বপন দেখি,
পাব পাব মনের আশায়
     দুঃখ চেপে রাখি।
কি করবো কোথায় যাবো
     পাইনা খুঁজে দিশা,
হঠাৎ একদিন পেয়ে যাব
    আজীবনের ভিসা।
ভিসা পেয়ে চলে যাব
  না ফেরার সেই দেশে,
তবু তোমায় ভুলবো না গো
      যাবই ভালোবেসে।
প্রবাসে তে তোমার আমার
      যখন হবে দেখা,
চার চোখের মিলন মেলায়
     সুখেই যাবে থাকা।