দুঃখের কথা মনে হলে
   দুক্ষুই শুধু বাড়ে,
বুকের মাঝে দুঃখের অনল
      জ্বলে ধীরে ধীরে।
মনের সুখ খুঁজলাম কতই
     দুঃখের হলো জয়,
নিরাশ বুকে আশার প্রদীপ
     মনে কিন্তু ভয়।
  হারানোর যে কত শোক
       চোখেই শুধু জানে,
তাইতো চোখের লোনা জল
      ঝরে রাত্র দিনে।
সুখে ভরা বুকটাতে মোর
    দুক্ষু করল বাসা,
দুঃখে আমার জীবন গেল
  সুখ পাবো আর কোথা।
খরা বুকে বোবা কান্না
     মরছি ধুকে ধুকে,
নগরবাসী দেখে যাও গো
    আছি কত শোকে।