দুর্গাদেবীর দুটি নন্দন
  কার্তিক আর গণেশ,
কার্তিক ছিল অতি সুন্দর
   দেখতে ছিল বেশ।
পাণি গ্রহণ করবে কার্তিক
    শুনে দুর্গাদেবী,
পাঁচ মণ চাল রান্না করলেন
    খাবেন তিনি সবই।
পানি দিল রান্না বাতে
  খেতে বসলো প্রাতে,
খান্চা বড়া পান্তা খেতে
    লঙ্কা নিল সাথে।
এমন সময় দেখল কার্তিক
     করলো জিজ্ঞাসা,
আজকে আমার পাণি গ্রহণ
কেন তুমি পান্তা খাচ্ছ মা,
ছেলের কথা শুনে দেবীর
    চোখে এলো জল,
বউয়ের হাতে তুলা খানায়
  কেমনে বাঁচবো বল।
মায়ের কথা শুনে কার্তিক
    বলছে নম্র স্বরে,
চিরকুমার থাকবো মাগো
  বউ আনবো না ঘরে।
সার্থক মা, ভক্ত নন্দন
  এল দেবীর কোলে,
সারাবিশ্বে জন্ম হোক
  মাতৃভক্ত ছেলে।