শারদ উৎসব আসে যখন
     একটি বছর পরে,
তোমার আগমনে মাগো
     আনন্দ ঘরে ঘরে।
  সপ্তমিতে বস মাগো
     নিজ দেবালয়ে,
সবাই মোরা প্রণাম জানাই
    তোমার রাঙা পায়ে।
চরণ ধূলি নিয়ে তোমার
     মাখি সারা গায়ে,
সন্ধ্যায় জ্বালায় ঘৃত প্রদীপ
     তোমার দেবালয়ে।
বিসর্জনের কথা যখন
   মনে পড়ে মোদের,
ভক্তের হৃদয় কেঁপে উঠে
   অশ্রু ঝড়ে চোখে।
বিসর্জন দেব মাগো
     ধর্মের বিধান বলে,
দুর্গা মা গো আবার এসো
   সামনের শারদ এলে।