বায়ান্নের সেই ফেব্রুয়ারী
আবার আসল ফিরে,
রক্তে রাঙা রাজপথেরঐ
কথা স্বরন করে।
মায়ের ভাষা রক্ষা করতে
গেল কত প্রান
রক্ষা হলো মা,য়ের ভাষা
বিশ্বে পেল মান।
আমার ভাইয়ের রক্তে রাঙা
বাংলা মাতার ভাষা
এই ভাষাতে লিখি পড়ি
এই ভাষাটিই খাসা।
শহীদ হলো কত ছেলে
রক্ত দিল ঢেলে
ওদের কথা স্বরন করি
ফেব্রুয়ারী এলে।