প্রাণের স্পন্দন আছে যার
     তাকেই বলে প্রাণী,
জ্ঞান বুদ্ধি আছে যার
    মানুষ বলে জানি।
দুটি বৃত্তি মনুষ্য মাজে,
    একই বৃন্তে গাঁথা,
একটি হলো পশুবৃত্তি
   অপরটি মানবতা।
   পশু বৃত্তি মন যার
       হয় পশ্বাচার,
   কুকর্মে সম্পৃক্ত:
      করে দুরাচার।
মানবীয়তার অভাব যার
   সে তো মানব নয়,
অনেক সাধ্য সাধনার পর
       মানুষ পরিচয়।
ধনে জনে না হয়ে বড়
      গুনে বড় হও,
ধরাধামে অমরত্বের
    কিছু রেখে যাও।