লিখনী কেনো নিশ্চল তোমার
      হে মহা কবি,
শ্রান্ত হয়ে গুমিয়ে গেলে
    নিশ্ফল হবে সবি।
তোমার লিখন পৌঁছে দাও
     সবার ঘরে-ঘরে,
সুপ্তি ত্যাজি চলুক ওরা
    আলো অভিসারে।
তোমার লিখন,অমৃতের স্বাধ
      পিয়ে নবীন দল,
  অগ্রগামী পথিক তারা
   সঞ্চয় করুক বল।
পথের দিসা দাওগো কবি
জ্ঞানের মশাল জ্বেলে,
সত্যের সন্ধান পেতে নবীন
    চলবে হেসে খেলে।