বিদায় ঘণ্টা ঢং ঢং
    উত্তরে বায়,
শৈতের আগমনে
    হেমন্ত বিদায়।
ধ্বজা উড়েয়ে এলো
     উত্তরে বাও,
কুহেলির গুন্ঠনে
   আবৃত গাঁও।
প্রকৃতির রূপসী রানী
   ধুম্রজালে ঢাকা,
যতদূর চোখ যায়
নেই কোথা ফাঁকা।
ফক্ ফকে সাদা বক
ডানা মেলে আকাশে,
ভেদ করে কুয়াশা
উড়ে চলে বাতাসে।
ক্ষণে ক্ষণে ঝাপটে
    হিমেল হাওয়া,
শীতে কাঁপে ঠক ঠক
নেই কারু নাওয়া।
গুন্ঠন খুলে দিল
   ভোরের রবি,
দুই চোখে দেখা দিলো
     সবুজের ছবি।