পাশের বাসার একটি মেয়ে
     নামটি তার ফুলি,
বেঁচে থেকেও জীবন তার
      হাড়ি কাষ্ঠে বলি।


  ছাব্বিশ মার্চ  নিশীথ রাতে
     টহল সেনার দল,"
দরজা ভেঙ্গে ঢুকলো বাসায়
      ফুলি কে বল্লে চল।  


বাঁধা দিলো ফুলির স্বামী
        ফায়ারে উড়লো খুলি।
তাই দেখে মূর্ছা গেল
        হেমাঙ্গিনী ফুলি ।


বিকৃতি মস্তিষ্ক এখন
      নিঃসঙ্গতায় কাটে,
বীভৎস চেহারা তার
       ঘুরে মাঠে-ঘাটে।


পাক ধরেছে কাঁচা চুলে
       দেহ গেছে নোয়ে,
ক'দিন পরেই কবর হবে
        স্বাধীন বাংলার ভুঁয়ে।