ভাওয়াল রাজার কত গজ
  নাইতে আসতো জেলে
গজঘন্টা বাজতো গলে
     চলতো হেলে দুলে।
নামকরণ তাই হাতিরঝিল
     লোকমুখে বলে,
   সত্য বই মিথ্যে নয়
  সে যেদিন গেছে চলে।
যেই ঝিলে বর্ষাকালে
ডাকতো সোনা ব্যাঙ,
সেই ঝিলের তীরে এখন
     হাঁটে শত মেম।
দিনের শেষে ঝিলের ধারে
  জ্বলে হাজারো বাতি,
ঝিলের জলে বিজলী বাতি
     যেমন গজ মোতি।
ঝিলের ধারে লেকের পরে
      বসে কত লোক,
সারা বিকেল কাটায় তারা
চোখের পেতে সুখ।