অসাড় জীবনে নিরাশারবেদনা
       দগ্ধ হয়েছি তিলে তিলে,
বিব্রত মন মানে না বাঁধন
        গন্ড ভিজে আঁখি জলে।
হতাশ জীবনে আশার আলো
    কখন আধাঁর কখন কালো
           হৃদয়ে লুকানো বিষাদ
তিক্ত করেছে সকল সাধ।
         আশার ভেলা' আজ
     ভাসছেসাগর জলে,
ভিড়ে নাকো সেই ভেলা
        সাগরের কোলে।
মাঝ দরিয়ায় হয়েছে আটক
  জীবনটাই শুধু একটা নাটক।
নাট্যশালায় আর কত খেলা
     খেলিতে চাহে না তো মন,
তবুও কেন হিয়ায় হিয়ায়
          আশার স্বপন।