হঠাৎ একদিন বিদায় ঘন্টায়
     বাজবে করুন সুর,
বাড়ীর পাশে অন্তিম শয়ান
  নয়তো জঙ্গল মোড়।
দারাসুত সবাই তোমার
   স্বজন হারার ব্যথায়
মাথা ঠোকে কাঁদবে সবাই
তোমায় পাবে কোথায়।
শয়ান থেকে দেখবে শুধু
   রুদ্ধ তোমার বাক,
উরগ বিচ্ছুর কামড় খেয়েও
    উঠবে না তো রাগ।
কেমন সূত্রধর,
দরজা বিহীন বানালো এ ঘর,
সেবকরা আজ কোথায় রইলো
      সবাই তো আজ পর।
অমর কীর্তি রাখি
যায় যদি কেও মারা,
রবিঠাকুর,নজরুলের ন্যায়
   বেঁচে রবে ধরায়।