পরাধীনতার শৃঙ্খল কেটে
দুশ বছর পড়ে
চাঁদ তারা নিশান উড়ল
বাংলার ঘরে-ঘরে।
ভেবেছিলাম স্বাধীন মোরা
পেলাম স্বাধীন দেশ,
নতুন করে গড়ব দেশ
সুখে থাকব বেশ।
পূর্ববাংলার ঘরে-ঘরে
তাইতো খুশির মউজ
হঠাৎ আবার দেশে দেখি
পাকিস্তানী ফৌজ।
তেইশটি বছর শোষণ করলো
মোদের দেশটি ওরা,
হাতিয়ে নিয়ে দেশের সম্পদ
বিত্তবান তারা।
তেইশটি বছর পর
বাংলার যাদুকর,
স্বাধীনতার ডাক দিলেন
বন্ধু মজিবর।
তাঁর ডাকে সারা দিল
বীর বাঙালী যারা,
এক বাক্যে সবাই বললে
তাড়া ওদের তাড়া।
নয়টি মাস যুদ্ধ হলো
গেল লক্ষ প্রাণ,
এই বাংলাকে রক্ষা করতে
গেল বোনের মান।
স্বাধীন হলো বাংলার ভূমি
স্বাধীন আমি-তুমি,
মনের স্বাধীন,কে পেয়েছ
বলনা ভাই শুনি,
যাদের মোরা ক্ষমতায় নিই
তারাই রাঘব বোয়াল,
আবার যদি রোখে দাঁড়াই
কেটে দেব চোয়াল।