কৃপাণ হাতে চলেছে উমর
       বধ করিতে মোহাম্মদ,
পথিমধ্যে নিজ কানে শুনি
      সহোদরা হয়েছে মুসলমান।
রাগন্ধ উমর রাগে গদ-গদ
ফাতিমার নিলয়ে হাজির।
বেত্রাঘাত করেছে শত
  শরীরে হয়েছে ক্ষত,
    মাথা ফেঁটে চৌচির।
ধর্মান্ধ নারী উমরের চরণে ধরি
      কহিলো রুদন করি,
মারিতে চাহ ভাই, মরিব আমি।
শুধু একবার পাঠ করিতে দাও
        প্রিয় কালেমা খানি।
আদেশ হইল পড়িতে কালেমা
কালিমার শুরে গলিলো হন্তার প্রাণ,
কোথায় মোহাম্মদ ? যাইব সেথা,
       পদ তলে লুটাইব জান।
মুক্ত তরবারি,দূরে নিক্ষেপ করি
        মোহাম্মদের পদ ধরি,
        শ্রবণে সত্যের বাণী
          হলেন মুসলমান।
দৃঢ় কণ্ঠে ঘোষনা করেন
           খাত্তাব সন্তান,
প্রকাশ্যে সালাত, করিব আদায়
           কাবার ময়দান।