কৃষক ভাইয়ের ঘুম নেই
          করকা পাতের ভয়ে
কৃষাণী তার স্বামীর সাথে
         বলছে শুয়ে শুয়ে।


করকাপাত না হয় যদি
         ঘরে তুলব ধান,
ধানের টাকায় বিয়ে দেবো
        কন্যা সোনাভান।

দেখতে দেখতে বৈশাখএলো
         পাকলো বোরো ধান
ভুঁইয়ের আইলে ঘুরছে কৃষাণ
       গাইছে সুখের গান।


কৃষাণী তার ভর্তার সাথে
       বলছে মিষ্টি স্বরে,
ধান কেটে আনেন বাড়ি
       তুলবো গোলাঘরে।


ধান কেটে আনল বাড়ি
       হাসছে কৃষাণ মায়া,
ধান বিক্রির টাকায় এবার
       আমার হবে বিয়া।