আমরা জেলে মাছ ধরি
     ব্রহ্মপুত্র বাঁকে,
প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে
    সারা জীবন কাটে।
ঝড়-তুফান আর বন্যা খরার
    ভয় করিনা মোরা,
মাছ ধরাই প্রধান পেশা
    ভয় করেছি তাড়া।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
   কপালে তাই হাত,
এই পেশাতে দিন চলে না
   সুদের বাড়লোখাত।
দিনে দিনে বাড়ছে দেনা
    সুদ তে হবে ঋণ,
দেনা পাওনা সুদ তে গিয়ে
      দেহ হলো ক্ষীণ।
ঈদের দিনেও পরনে থাকে
     পুরান ছেঁড়া কাপড়,
পোলাও মাংস পাই না খেতে
        কষ্ট জীবনভর।
ছেলে মেয়ে সবাই মিলে
     মাছ ধরি ওই নদে,
মাছ বিক্রির সেই টাকায়
    মিটে পেটের খিদে।