তিলে তিলে ক্ষয় হবে
    সুন্দর মাটির দেহ,
স্মরণ শক্তি লোপ পাবে
     কর্ণ হবে খাটো।
চুল পেকে দন্ত পড়ে
    ত্বক হবে ঢিলা,
মনোবল হারিয়ে তখন
    কাজে অবহেলা।
ভাটা গেলে সোনার যৌবন
     মর্দামী হয় ক্ষীণ,
দু চোখে ছানি পড়ে
    হবে দৃষ্টিহীন।
গতর খেটে যা করেছ
    সবই পরের তরে,
শূন্য হাতে যাবে একদিন
     রবে সবই পড়ে।
সম্পদ নিয়ে স্বজনের দল
    করবে কাড়াকাড়ি।
দালানকোঠা সবই তাদের
    তুমি দেশান্তরী।