বঙ্গ প্রকৃতির রঙ্গমঞ্চে
      বর্ষণের গান গেয়ে.
সুন্দরী বর্ষা বিদায় নিয়েছে
   প্রকৃতির ইঙ্গিত পেয়ে।
অপরূপ রথে শারদ এসেছে
       লক্ষ্মী বধু বেশে,
শিউলি ফুলের ঘুম ভেঙেছে
    দোয়েল পাখির শিষে।
আলোছায়ার লুকোচুরি
     আকাশ জুড়ে খেলা,
মন্থর ছন্দে চলেছে ভেসে
     সাদা মেঘের ভেলা।
রাত্রিকালে কাশবনে
      আলো ছড়ায় শশী,
মনে হয় জুরের পায়রা
      শত আছে বসি।
নির্মেঘ রাতে সুনীল আকাশ
    চাঁদে রোদের সভা,
সকাল বেলা কিরন মালী
ছড়িয়ে দেয় আভা।