আগ্রহে বিদ্যা বাড়ে
     কিপটের বাড়ে ধন,
ধনে মান বাড়ে
     আরো বাড়ে জন।
ভঙ্গিতে যায় রসিক চেনা
     ভ্রমরা চিনে ফুল,
মায়ের কোলে সন্তান এলে
    শোভে মায়ের কোল।
সুজন মাঝি চেনা যায়
    নদে উঠলে ঝর,
বিপদ কালে চেনা যায়
    আপন কেবা পর।
সূত্রধর কাষ্ঠ চেনে
      স্বর্ণকারে সোনা,
নদীর পানি সাগরে যায়
   সবার তাহা জানা।
তামা কাঁসা ভাংলে যায়
     কাঁসরীর ঘরে,
ঝি, বেটি ফিরে আসলে
      যায় সে বাপের দ্বারে।
আকলে তে মানুষ চিনে
    বাকলে চিনে কলা,
মা,য়ে জানে বাবার খবর
    আর জানে কোন শালায়।