বর্ষা কন্যার রূপের বন্যা
  পরছে না আর চোখে,
শারদ এল সাঁঝের ভেলায়
  মেঘের ফাঁকে ফাঁকে।
শারদে ফোটে নানা ফুল
শেফালী,কামিনী,জুঁই
       টগর বকুল।
শিশির স্নাত শিউলি ফুল
     শিউলি তল সাদা,
ভোর বিহানে টোকায় ফুল
    মালীর মেয়ে রাধা।
নদীর তীরে কাশের বন
    দোলছে কাশ ফুল,
যৌবন হারা স্রোত শিনী
   ভাঙ্গেনা আর কোল।
সাঁঝের ভেলা,তুলার পাহাড়
    ভাসছে নিলীমায়
পূব আকাশে সাদা বৃক্ষ
  ন্যগ্রোধ বৃক্ষের ন্যায়।