কোন খনে দূর হবে
মনের বিয়োগ,
ঝরিয়া নয়ান সলিল
ভাসিয়াছে বুক।
ত্রিযামা যামিণী বেঘুম শয়নে
বসি একা একা,
তেরাত্তির কাটিলো মম
পাইনি তবু দেখা।
প্রভাকীটের মিট মিট আলোয়
অস্পষ্ট হেদো পাড়,
হেদুয়ার ঘাট করছে খাঁ খা
অপেক্ষায় যে তার।
রামপাখী উঠলো ডাকি
খনদা প্রভাত,
ডাকটি শুনি রামপাখীটার,
মাথায় বজ্রপাত।