সকালে বেড়িয়েছি,ফিরেছি অনেক রাতে
    চেয়ে দেখি মা আমার অপেক্ষায়,
বসে আছে মাদুর পেতে।
       সুধালেন মা,সাঁচা বল বাছা
             ওরে আমার কাঁচা,
কোথা হতে ফিরিলি এতো রাতে।
         রাতের আধারে ভূত প্রেত ঘোরে
নাগের ভয় ছিল না কি মনে,
           এত রাতে ফিরিস কেমনে?
সোহাগের বকুনি খেয়ে ফ্যাকাসে আমার মুখ
        ভূত প্রেতের আছর হতে,
            আমায় বাঁচাতে,
         দিলো কত ঝাড় ফুঁক।
    আঁচলে মুছে মুখ কহিলেন বাপ
               হাত মুখ ধুয়ে খেয়ে নাও খানা,
                 এবার করেছি মাফ।
     ভুবনে দেখিনি আমি মা,য়ের মতো আর
          যত দিন বেঁচে ছিল জননী আমার,
          কমতি পরেনি মা,য়ের ভালোবাসার।