ঘনোঘনো ডাকেনা চৈতার বউ
      আসমানে গুরুগুরু মেঘলারদেউ।
রুনুঝুনু ঝংকারে ঘুম ভেঙে যায়,
ঘুম থেকে জেগে দেখি এলো বর্ষা।


           দিনভর কাজ নেই
    ঘরে বসে থাকা,
         তপন লুকালো সাঁজে
নেই তার দেখা।


       তরাগের দুই পাড়
জলে ভরপুর,
     জলের লহর ছুটে
          যায় বহুদূর।


     জলে জলে খালে বিলে
          হলো একাকার,
প্রবাহিণী খরতর
        নেই তারপাড়।


মনোহরা কলা বউ
          কলাপাতা মাথে,
পা টিপে বউ চলে
     স্যেঁত স্যেঁতে পথে।