ঢাকার পথে ট্রেন চলেছে
   ট্রেনে ছিলাম আমি,
প্রশ্ন করলো একটি মেয়ে
    বসতে পারি আমি?
একটু চাপলাম বসে গেলো
     আমার শরীর ঘেঁষে,
  অভিনন্দন জানায় মোরে
        মিষ্টি হাসি হেসে।
ঘেঁষা ঘেঁষি লাগলো যখন
   সেই মেয়েটির গায়,
তুক করেছে যেন আমায়
       শিউরে উঠে গা।
চার চোখেতে প্রেম বিণিময়
       চোখে হলো কথন
  ট্রেনে অনেক যাত্রী ছিল
       বন্ধ দুয়ের বচন।
বিদায় বেলা রিক্ত মোরা
   ঝাপসা চারি চোখ
মনোহরা মনোচুন্নী
         উপহার দিল দুখ।