ইলা দেবীর একটি মেয়ে
   নামটি তার তোয়া,
  দধি,মিষ্টি পছন্দ নয়
   খায় শুধু সে মোয়া।


নানির হাতের মোয়া খেয়ে
      নাচে ধিন্ ধিন,
রাঙা পায়ে রুপার নুপুর
   বাজে রিনঝিন।


তোয়ার নাচন দেখে নানা
   খুশিতে বাগ-বাগ,
তোয়া বলছে হাসছো কেন
     করবো আমি রাগ।


সত্যি সে রাগ করেছে
  রাগে মুখটা লাল,
মান ভাঙাতে নানি বুড়ি
   টিপে দিলো গাল।


তোয়া বলছে নানা ভাইয়া
    তোমার সঙ্গে আড়ি,
থাকবো না আর তোমার সাথে
      চলছি আমি বাড়ি।