ব্রহ্মপুত্রের চরাঞ্চলে
         মোদের বাড়ি ঘর,
মিলেমিশে থাকি মোরা।
       নাহি কেহ পর।
অভাব মোদের নিত্যসাথী
   নৌকা মোদের প্রাণ,
বেলচা দিয়ে বালু তুলে
  বাঁচাই মোদের জান।
ন্যায্য দাম পাইনা বালুর
    বিকাই পানির দর,
বৃষ্টির জল বুকে পড়ে
   চালে থাকেনা খড়।
শীত সকালে ঘুমায় সবাই
   লেপের উমে শুয়ে,
আমরা তখন বালু উঠাই
    পানির নিচে গিয়ে।
ঝড় তুফান আর শীতসকালের
      ভয় করিনা মোরা,
বালু বেঁচে চাউল কিনতে
   পেছনে ঋণের তাড়া।
দিনে দিনে বাড়ে দেনা
   শোধতে গিয়ে ঋণ
বালুর টাকায় সুদ মেটাতে
    দেহ মোদের ক্ষীণ
পাড়াগাঁয়ের সকল শিশু
    দশটা যখন বাজে,
বই হাতে স্কুলে যায়
নীল পোশাকে সেজে।
এমন সময় মোদের শিশু
    গামছা খানা পরে,
মোদের খাবার নিয়ে যায়
      ব্রহ্মপুত্রের তীরে।
মোদের শিশু বঞ্চিত আজ
  শিক্ষার আলো থেকে,
দারিদ্রতার যাঁতাকলে
   মরছি ধোঁকে ধোঁকে।