মনের সুখে নবান্নের গীত
    গাইছে কৃষাণ মেয়ে,
কৃষক ভাই ক্ষেতের ধান
   আনছে মাথায় বয়ে।


নতুন ধানের চালের গুঁড়ুয়
    বানায় সাধের পিঠা,
দুধ-চিতই আর চন্দ্রপুলি
      খেতে বড়ই মিঠা।


  ধোঁয়া উঠা ভাপা পিঠা
     খেজুর গুড় দিয়া,
সকাল বেলা আনন্দে খায়
  কিষান পোলা মাইয়া।


মুরকি মোয়া তিলের নাড়ু
    সকল শিশুর হাতে
বাড়ি বাড়ি ঘুরছে তারা
  মোয়া খেতে খেতে।


দুধ-চিতই আর ভাপা পিঠার
      পিঠর দুখান ভরি,
কৃষক ভাইয়ের পিঠর হাতে
    চলছে মেয়ের বাড়ি।