আমার গাঁয়ের কৃষি মজুর
    শ্রম বিকিয়ে চলে,
অভাব তাদের নিত্যসাথী
   সুখ গিয়েছে ভুলে।
সারাদিন শ্রম খেটে
    যে কয় টাকা পায়,
চাউল কিনতে পয়সা ফুরায়
      বাজার করা দায়।
মাঝেমধ্যে উপোস থাকে
     ওদের ছোট্ট শিশু,
ক্ষুধার জ্বালা কাঁদে শিশু
     ঘুরে মায়ের পিছু।
মা জননীর খাবারগুলো
     শিশুর মুখে দিয়ে,
শিশুর মুখের হাসি দেখতে
    উপোস থাকে মায়ে।
রোগের সাথে পাঞ্জা লড়ে
    ঔষধ পায় না খেতে,
খড়ের ঘরে বৃষ্টি পড়ে
   ঘুম আসেনা রাতে।
শীত সকালে খালি গায়ে
     সকল শিশু মিলে ,
শীত নিবারণ করে তারা
   খড়ে আগুন জ্বেলে ।
সূর্যের আলো দেখে যখন
     কুয়াশা যায় কেটে,
সকল শিশুর কোদাল কাঁধে
    মাঠের দিকে ছুটে।
ইঁদুর গর্তখোঁড়ে তারা
  তুলে আনে ধান ,
সেই ধানের পিঠা খেয়ে
   নবান্নের গায় গান।