আষাঢ় গেল শ্রাবন গেল
      গেল বর্ষাকাল,
ভাদ্র-আশ্বিন এলো যখন
    শুকনো নদী খাল।
শুরু হলো শারদ উৎসব
    দুর্গা দেবীর পূজা,
নদীর তীরে কাশবন
  ফুলে ফুলে সাদা।
আকাশেতে সাদা মেঘ
     ঘুরে সারাক্ষণ,
দূর আকাশে তূলার পাহাড়
     জোড়ায় দুই নয়ন।
ভোর বিহানে ভূতলে
     শিউলী ফুলে সাদা,
কলসি কাঙ্খে জল আন্তে
    নদে যায় যে রাধা।
রাধার মতো দেখতে শুধু
       কিন্তু রাধা নয়.
এ গাঁয়ের ওই বধু সেজে
পাড়ার লোকে কয়।