১৭ই মার্চ জন্ম নিলে
টুঙ্গী পাড়া গ্রামে,
টুঙ্গী পাড়ায় সবাই তোমায়
চিনতো খোকা নামে।
বড় হয়ে তুমি হলে
বন্ধু মুজিবর,
সারা বিশ্বে পরিচিত
তোমার কণ্ঠ স্বর।
শোষিত আজ নইতো মোরা
স্বাধীন ভাবে চলি,
স্বাধীন দেশের বাঙ্গাল মোরা
বাংলায় কথা বলি।
তেইশ বছরের শৃঙ্খল কেটে
স্বাধীন করলে দেশ,
বিশ্ব বাসী শ্লোগান দিলো
বেশ বাঙ্গালী বেশ।
কর্ম গুণে বেঁচে তুমি,
আছো বাংলাদেশে,
তোমার কথা স্বরণ হলে
নয়ন জলে ভাসে।