কখনো হয়না কভু
জীবনের পরাজয়,
ভেতরে পুরিয়ে মারে
তিলে তিলে করে ক্ষয়।
ব্যর্থ তার মাঝেও সফলতা খোঁজে
ঘুরিয়া ফিরে কত প্রাণ,
এমনি ভাবে ধীরে ধীরে
হয়ে যায় জীবনের অবসান।
চোখের জল করে সম্বল
কেহ বা ঘুরছে পাগল বেশে,
কেহ বা ঘুরছে সুখের আশায়
নানা দেশে-দেশে।
উদর নামক পেটের জ্বালায়
কারো হাতে ঝুলি,
কারো বিচ্ছেদ ঘটেছে তাই
ঘুরছে অলি গলি।
এইতো জীবন করে যতন
হবে কিবা আর,
মাটির দেহ পচিবে গলিবে
হবে নিরাকার।