৭ই মার্চ, রেসকোর্সের জনসমুদ্রে
ভাষণ দিলে তুমি,
বিস্মিত হলো সবাই
তোমার ভাষণ শুনি।


সর্বশ্রেষ্ঠ বাঙালি তুমি
বাংলার নয়নমণি,
স্বাধীনতার ঘোষক তুমি
সর্বলোকেই জানি।


তোমার ডাকে বীর বাঙালি
সবাই দিলো সারা,
একবাক্যে বললে সবাই
পাকিস্তানি তাড়া।


অফিসেতে লাগলো তালা
অচল হলো দেশ,
সারা বিশ্বে রব উঠলো
বেশ বাঙালি বেশ।


৯টি মাস যুদ্ধ হলো
শহীদ ৩০ লাখ,
রক্তে রাঙা হয়ে ছিল
বাংলাদেশের খাক।


বীর বাঙালির রক্ত দিয়ে
স্বাধীন হলো দেশ,
স্বাধীন দেশের স্বাধীন বাঙাল
সুখের নেই যে শেষ।