ঊনিশ শত পাঁচাত্তরের পনেরই আগস্ট
             সুবেহ সাদিক,
ঘেরাও করলো মুজিব ভবন
            ডালিম নামক এজিদ।
রুদ্ধ হলো বজ্র কণ্ঠ
       রক্তে মেঝে লাল,
ঘুমিয়ে গেল শ্রান্ত হয়ে
        রাসেল আর কামাল।
মুজিব সহ স্বজন যারা
      শহীদ হলো সব,
কি ঘটালি এজিদের দল
            বাংলায় উঠে রব।
পিতৃ হারা মাতৃহারা
    এতিম হাসিনা
মায়ের ভাইয়ের কবর হলো
      চোখে দেখলো  না।
স্বাধীন দেশের বাঙ্গালী মোরা
         স্বাধীন দেশে বাস,
ফাঁসী কাষ্ঠে দেখতে চাই
   ঐ খুনীদের লাশ।