হৃদয় জানালা খুলে রেখেছি
       তুমি আসবে বলে,
আসতে তোমার কেন দেরি
      পথ গেছ কি ভুলে?
আমার বাড়ির হাসনাহেনা
      সুবাস ছড়ায় গাঁয়,
মেঠো পথে চলে এসো
            জোড়াদিঘির বাঁয়।
সেইখানে বসত আমার
     ছোট্ট কুঁড়ে ঘরে,
চুপি চুপি ডাক দিও গো
    মোর নামটি ধরে।
তোমার হাতে হাত রেখে
     বলবো মনের কথা,
বিদায়বেলায় সাজিয়ে দেবো
      যেমন রামের সীতা।
শিউলি ফুলের ফুল মালা
     পরিয়ে দেবো গলে,
সদ্য ফোটা গোলাপ ফুল
     গেঁথে দেবো চলে।
কর্ণে তোমার দুলিয়ে দেব
গন্ধরাজের দুল,
          নাকে তে পরিয়ে
বনের তারা ফুল।
রাঙ্গা পায়ে দেবো তোমায়
           রুপার দুটি মল,
অঙ্গরূপে মেঠো পথ
    করবে ঝল মল।