সর্বনাশা নদীরে তুই
    করলি সর্বনাশ,
ভিটে বাড়ি করলে ছাড়া
     কোথা করব বাস।
দু,এক বিঘা ভুঁই ছিল
   ফসল ফলতো তাতে,
ঘরে আসতো সোনার ফসল
     বছর যেতো সুখে।
সইলো না তোর আমার সুখ
  গ্রাস করেছিস সবই,
সর্বশান্ত করলে কেন
     ওরে নিষ্ঠুর নদী।
গোরের জায়গা রাখলে না মোর
     কোথা হবে গোর,
একটু কষ্ট হলনা তোর
    চল্লি খরতর?
আমায় তুই যা করেছিস
  আর করিস নে কারো,
ভাল মন্দের বিচার করে
    তুই হয়ে যা মরু।