পয়সা যার হাতে নাই
   কিবা আছে মান,
যত চেষ্টাই করবে তুমি
  সমাজে নেই স্থান।
অর্থ অনর্থের মূল
      ধ্রুব সত্য নহে,
অর্থ যার সবিতার
      জ্ঞানীগুণী কহে।
  দারিদ্রতা কঠিন ব্যধি
অর্থ-সম্পদ না থাকে যদি,
  সমাজ স্বজাতির কাছে
       শুধু ই-অপমান।
স্ত্রীর মত ভালবাসে
      আছে কেবা জন,
মায়ার বাঁধন ছিঁড়ে
         অর্থের কারণ।
মৃতের সৎকার অর্থ ছাড়া
      হয়েছে কাহার ।
এই জগত শুধুই টাকার খেলা
    অপচয় করো না যেন,
  হেলায় হেলায়।
অলস ছাড়ো পয়সা ধরো
    ঘোর পয়সার পিছে,
একবার যদি ধরো পয়সা
    দুঃখ আবার কিসে।