মাটির ধরায় এসেছি আমি
         উলঙ্গ হইয়া,
যাবার বেলায় যাব আমি
     এমনি করিয়া।
যেদিন আমি যাব চলে
    সকলি ফেলিয়া,
সহায় সম্পদ ভাগ করিবে
   আমার ছেলে মাইয়া।
মায়ের কান্দন সারা জীবন
      বুকে থাপ্পড় দিয়া,
প্রতিবেশী কাঁদবে মোটেই
   দুই দিনের লাগিয়া।
পাপিত হয়েছি মাগো
     তোমায় না সেবিয়া,
আমায় তুমি ক্ষমা করো
    কৃপণ না হইয়া।
আমি মরলে মাগো তুমি
      গোরেতে বসিয়া
কালেমা পড়ে বিদায় দিও
      সন্তান ভাবিয়া।