বসুমতি মাগো তোর
   কতটুকু জানি,
বিশাল পরিধি তোমার
    লোক মুখে শুনি।
সবুজ অরন্যে শত-শত তরু
কোথাও বরফে ঢাকা কোথাও বা মরু।
কোথাও ঝরিছে ঝর্ঝরে নির্ঝর
কোথাও বা শস্যের ভূমি উর্ব্বর।
স্রোতস্বতী,গিরিবর,মরু সাহারা
      হাজারো কীর্তি বিভূর
        তোর বুকে গড়া।
কত যে অচেনা জীব, অচেনা কত পাখি
      পরিব্রাজক নইতো আমি,
       কী করে তা দেখি।
দীন হীন মাগো আমি
      নই ধন বান,
ঘুরিয়া দেখিতে তোমায়
        কাঁদে মম প্রাণ।