প্রথম যেদিন তোমার সঙ্গে
      বকুল তলায় দেখা,
সেদিন থেকেই তোমার ছবি
      হৃদয় মাঝে গাঁথা।
কত কথা মনে আঁকা
         কেমন করে বলি,
লজ্জা ডাকা ভীরু মনে
     তাই তো এলাম চলি।
বাকা গাঁয়ের বাঁকা পথে
     যখন চলো তুমি,
অনেক দূরে দাঁড়িয়ে থেকেও
     চিনে নেই যে আমি।
গভীর রাতে নদী তটে
       তোমার বেনুর সুরে,
ঘুম আসেনা দুচোখে তে
      মন বসে না ঘরে।
নাওয়া-খাওয়া নেই যে আমার
        শুধুই চিন্তা করি,
তনু যে মোর ক্ষীণ হলো
           হয়ত যাবো মরি।
তাই দেখে নগরবাসী
            বলছে আড়ে ঠারে,
   আমি নাকি প্রেম পাগল
          ধরছে প্রেমের জ্বরে।